দেশে কোরবানি পশুর সংকট নেই : প্রাণিসম্পদমন্ত্রী

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪

গাজীপুর প্রতিনিধি:

চাহিদার তুলনায় দেশে কোরবানি পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। বৃহস্পতিবার (৬ জুন) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় আরলা ফুডস বাংলাদেশে ইউএইচটি কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কোরবানির পশু আমদানি করা হবে না।

এর আগে আরলা ফুডস বাংলাদেশের আয়োজনে একটি উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।