দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আসন্ন মৌসুমের জন্য তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

ড্রাফটের চতুর্থ রাউন্ডে রিশাদকে দলে নেয় হোবার্ট। তার পর ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুখবর জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশি টাইগার হারিকেনসে যোগ দিয়েছেন। রিশাদ হোসেনকে স্বাগতম, তরুণ এক লেগ স্পিনার যে আসন্ন বিগব্যাশে ঝড় তুলবে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যারন্স দেখিয়েই নজর কেড়েছিলেন রিশাদ। নিয়েছেন ১৪ উইকেট। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলবেন তিনি। সাকিব দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সে। পরের বছর মেলবোর্ন রেনেগেডসে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৫ ডিসেম্বর। চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত।

দুইবার ফাইনাল খেললেও হোবার্ট কখনও শিরোপা জিততে পারেনি।

বিগ ব্যাশে বাংলাদেশ থেকে ১০ বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে ৯জন পুরুষ, একজন নারী।