ধরা পড়লো ভুয়া র‌্যাব

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকার লালবাগ থেকে র‌্যাব পরিচয়ে প্রতারণাকালে এক ভুয়া র‌্যাব পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম- মো. মুকুল হোসেন (৩৫)। তিনি মাগুরার মোহাম্মদ উপজেলা বালিদিয়া গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার (২৩ জুন) নিউজ পোস্ট বিডিকে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, রাজধানীর লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় অভিযানে র‌্যাব পরিচয়ে প্রতারণাকালে এক ভুয়া র‌্যাব পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদন ধরে নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ও মালিকদের ইজিবাইক চলাচলের জন্য প্রধানমন্ত্রীর এপিএসের কাছ থেকে অনুমতি এনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখায়। এভাবে তিনি প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিলেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।