খুলনা প্রতিনিধি:
খুলনার কয়রায় ধানক্ষেত থেকে সুজন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার মহারাজপুর বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে মহারাজপুর গ্রামের আরশাদ গাজীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধানক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তার পায়ের কাছে বিদ্যুতের তার জড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, বাড়ির পাশের মাছের ঘেরে যাওয়ার সময় ধানক্ষেতে তার ভাইকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকারে আশপাশের লোক জড়ো হয় সেখানে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মাছের ঘেরে যাওয়ার পথে ধান ক্ষেতের ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তরিকুল ইসলাম নামে এক কৃষকের ধানক্ষেতের ইঁদুর ধরতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
কয়রা থানার ওসি শাহ আলম জানিয়েছেন, খবর পেয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।