মো. সাইফুল ইসলাম:
রাজধানীর ধানমন্ডিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মাহাদী হাসান জারিফ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ জুলাই) বিকেলে নিউজ পোস্ট বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই জারিফ পলাতক ছিল। ঘটনাস্থলে আশপাশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও মারধরের ঘটনা সে স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
ওসি পারভেজ ইসলাম আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে ক্ষণিকের পরিচয় ফুসলিয়ে গত ৩ জুলাই বিকেলের দিকে ধানমন্ডি ৩/এ এলাকায় এএমএম সেন্টারের সাততলায় পরিত্যক্ত ফ্লোরের বেলকনিতে নিয়ে যায় জারিফ। সেখানে সন্ধ্যার দিকে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে সে।
তিনি বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।