ধানমন্ডি আইডিয়ালের অধ্যক্ষ জসিমের বিরুদ্ধে তদন্ত চলবে

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আজ আদালতে মো. জসিম উদ্দীনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।


এর আগে ২০২২ সালের ৪ জুন অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। অন্য দুই শিক্ষক হলেন- মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী। তাদের তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করে কলেজের গভর্নিং কমিটি।
পাশাপাশি কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে গভর্নিং বডি।

কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমান, অভিভাবক সদস্য কবির আহমদ ভূঁইয়া, মেজবাউর রহমান রতন, জসীম উদ্দিন আহমদ, আব্দুস সত্তার খন্দকার, শিক্ষক প্রতিনিধি সেগুপ্তা ইসলাম, বজলুর রহমান সাইফুল, মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে রিট দায়ের করলে হাইকোর্ট জসিম উদ্দীনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে কলেজের গভর্নিং বডি।

অন্যদিকে পূর্ণাঙ্গ বেতন-ভাতা পেতে আবেদন করেন জসিম উদ্দীন আহম্মেদ।
আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে সাময়িক বরখাস্তের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হয়। কিন্তু ৬০ দিন পেরিয়ে গেলেও অধ্যক্ষ জসিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত করে চ‚ড়ান্ত কোনো সিদ্ধান্তনেওয়া হয়নি। আর বরখাস্তকালীন মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা হিসেবে দেওয়া হয়। এ কারণে জসিম উদ্দীন পূর্ণাঙ্গ বেতন-ভাতা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।


আপিল বিভাগের চেম্বার জজ আদালত হয়ে এসব বিষয়ে আজ আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন। পাশাপাশি মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত চলবে বলে আদেশ দিয়েছেন। এর ফলে আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত থাকবে। একই সঙ্গে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের তদন্ত চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বর্তমানে আইডিয়াল কলেজে প্রায় ৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের অধিকাংশই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। এছাড়া আইডিয়াল কলেজে ৮টি বিষয়ে স্নাতক (সম্মান) পড়ানো হয়।