ধোনির পর রোহিতের সামনে মাইলফলকের হাতছানি

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রোহিত শর্মার দল।

অন্যদিকে বেশ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পা রাখে মিচেল স্যান্টনারের দল। গুরুত্বপূর্ণ এই ফাইনালে দুর্দান্ত এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের অধিনায়ক রোহিত। ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইসিসির একাধিক শিরোপা জয়ের হাতছানি রোহিতের সামনে।

একমাত্র মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে একাধিক আইসিসির শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে শিরোপা জেতে ভারত। এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জয় পেলেই ধোনির পর রোহিতও একাধিক শিরোপা জয়ের স্বাদ পাবেন।

সব নজর রোহিত শর্মার দিকে

ফাইনালের পর আলোচনার বড় বিষয় রোহিত শর্মার ভবিষ্যৎ। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন নাকি তা ছেড়ে দিয়ে খেলা চালিয়ে যাবেন তা নিয়ে চলছে আলোচনা।

সূত্রের খবর অনুযায়ী, ফাইনালের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচন আজিত আগাকারের সঙ্গে আলোচনায় বসবেন রোহিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানা গেছে।