
নিজেস্ব প্রতিবেদক:
নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদ আলীকে বিশেষ সম্মাননা সনদ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শনিবার বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে ‘বাংলাদেশে স্থানিক পরিকল্পনার চর্চা এবং করণীয়’ বিষয়ক একটি আলোচনা সভা থেকে পরিকল্পনা পেশায় অর্জনের স্বীকৃতিস্বরূপ মাহমুদ আলীকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় পরিকল্পনাবিদরা বলেন, নগর উন্নয়ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিকল্পনাবিদদের দায়িত্ব পালনের কথা থাকলেও কখনো তা হয়নি। এমনকি সর্বোচ্চ পদেও পরিকল্পনাবিদ ছিলেন না। সম্প্রতি সরকারের অতিরিক্ত সচিব ও পরিকল্পনাবিদ এম. মাহমুদ আলীকে এই পদে দায়িত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটিকে কার্যকর ভূমিকা রাখার একটি বড় সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এম মাহমুদ আলী, বিআইপির সাধারণ সম্পাদক শেখ মেহেদী আহসান, সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন ও পরিকল্পনাবিদ ড. মো. শফিক-উর রহমান প্রমুখ।