নজিরবিহীন বিদ্যুৎবিভ্রাটের কবলে স্পেন ও পর্তুগাল, জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

নজিরবিহীন বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছে স্পেন ও পর্তুগাল। ব্যাখ্যাতীত এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাস্তার ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট ও বিমানবন্দরে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে উভয় দেশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

পর্তুগালের গ্রিড অপারেটর রেডেস এনার্জেটিকাস ন্যাসিওনাইস (আরইএন) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরের পরপরই পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘কী কারণে এই নজিরবিহীন ব্ল্যাকআউট, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাতাল রেল ব্যবস্থা হঠাৎ করেই বিকল হয়ে যায়। স্পেনের রাজধানী মাদ্রিদে ট্রাফিক লাইট নিভে যাওয়ার পর রাস্তায় তীব্র যানযট দেখা দেয়।

লুইস ইবানেজ জিমেনেজ নামের একজন গাড়িচালক সিএনএনকে বলেন, ‘আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেল!’

স্পেন ও পর্তুগাল এখন পর্যন্ত এই মহা বিপর্যয়ের প্রকৃত কারণ জানাতে পারেনি। পরিবহণ সেবা বন্ধ করে দিয়েছে উভয় দেশের সরকার। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৬ কোটি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছে স্পেন ও পর্তুগাল সরকার।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্দালুসিয়া, এক্সট্রিমাদুরা, মুরসিয়া, লা রিওজা ও মাদ্রিদ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। গভীর রাতে মন্ত্রিসভার বৈঠকের পর পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো বলেন, ‘আমাদের প্রচুর জ্বালানি সঙ্কট রয়েছে।’

অন্যদিকে দেশটির গ্রিড অপারেটর সতর্ক করে বলেছে, সম্পূর্ণরূপে বিদ্যুৎ পুনরুদ্ধার করা একটি ‘জটিল কাজ’ হবে। তবে এরই মধ্যে কিছু কিছু এলাকায় অংশে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে।

পরিবেশমন্ত্রী সারা আগেসেন বলেন, আজ সন্ধ্যার মধ্যে স্পেনের জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণ এখনো স্পষ্ট নয়। এমনকি সাইবার আক্রমণের কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি।’

পর্তুগালের প্রধানমন্ত্রী এই বিপর্যয়ের জন্য প্রতিবেশী দেশকে দায়ী করে বলেছেন, ‘আমরা জানি না এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী। এই সমস্যা পর্তুগাল থেকে সৃষ্টি হয়নি। তবে সব ধরনের ইঙ্গিত বলছে, এটি স্পেন থেকে হয়েছে।’

আরইএন-এর প্রধান জোয়াও ফারিয়া কনসেইকাও বলেন, পর্তুগাল সাধারণত সকালের দিকে স্পেন থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে। কারণ সৌর বিদ্যুৎ তুলনামূলক সস্তা।