নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

শিলংয়ে শহর জুড়ে কালও ছিল ঠান্ডা। গরম কাপড় ছাড়া বের হলে কাঁপতে হবে। হাঁটার পথ পেরিয়ে বাংলাদেশ দলের টিম হোটেল। ভিভান্তা হোটেলের আন্ডার গ্রাউন্ডের বলরুমের ভেতরে বাংলাদেশ-ভারত কোচ অধিনায়কের কথায় উত্তাপ। আজ ম্যাচ জেতার গরম গরম কথার লড়াই, পরস্পরকে দেখে নেওয়ার চ্যালেঞ্জ। কথার লড়াই শেষ। পাওয়া না পাওয়ার অনুযোগ অভিযোগও শেষ।

ভারতের দলে সুনীল ছেত্রি থাকলে কী হবে। আর বাংলাদেশ দলে ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী থাকলে কী হবে। এসব রোমাঞ্চকর সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। এবার মাঠের দ্বৈরথ। বল পায়ে লড়াই করতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মেঘলায়ার শিলংয়ে জওহরলাল স্পোর্টস কমপ্লেকসের মাঠে নামবে ভারত-বাংলাদেশ।

বাংলাদেশের ম্যাচের বড় শক্তি হচ্ছে ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। প্রতিপক্ষ ভারতের দলে যোগ হয়েছেন অবসর নেওয়া ফুটবলার সুনীল ছেত্রি। দুই দলের উত্তেজনা এমনই হয়েছে যে গতকাল ভারত ও বাংলাদেশ হামজা এবং সুনীলকে সংবাদ সম্মেলনে আনেননি। দুজনকে চাপ মুক্ত রাখতেই এমন পরিকল্পনা করেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং ভারতের স্প্যানিশ কোচ মানোলো মার্কোজ।

 

হামজা লাল-সবুজ জার্সি গায়ে তুলবেন আজ। ভারতের মতো বড় প্রতিপক্ষের ম্যাচে মাঠে নামবেন হামজা। সবার চোখ হামজার দিকে। হামজা এফএ কাপ জয়ী ফুটবলার। ইংল্যান্ডের অনুর্ধ্ব-২১ দলে খেলা ফুটবলার। শুধু বাংলাদেশ নয়, ইংলিশ ফুটবলে দক্ষিণ এশিয়ার কেউ ছিলেন না। এ দেশের ফুটবল নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল।

এশিয়ান কাপ ফুটবলে বাছাইয়ে ‘সি’ গ্রুপের লড়াই। বাংলাদেশ, ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে হংকং এবং সিংগাপুর। একটি দল পরবর্তী রাউন্ডে উঠবে। কে উঠবে? ফুটবলের সেই যুদ্ধটাই আজ থেকে দেখতে শুরু করবে। কাগজে-কলমে ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশ (১৮৫) ও ভারতের (১২৬) মধ্যে পার্থক্য হলেও মাঠের লড়াইয়ে কখনো সেটা দেখা যায় না। বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের পাল্লা ভারী থাকলেও মাঠের লড়াইয়ে সেটা দেখা যায় না। আজকের ম্যাচ ঘিরে চরম উত্তেজনা দুই শিবিরে।

 

রোমাঞ্চ ছড়াচ্ছে দর্শকদের মধ্যে। তর্ক-বিতর্ক হয়েছেও অনেক। শিলংও এখন পুরোপুরি ফুটবলময় শহর। কথার লড়াইটা শুরু করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রথমেই বলে দিয়েছেন ভারতের জন্য ম্যাচটা কঠিন করে দেবেন তিনি। ভারতকে কঠিন বিপদে ফেলতে চান তিনি। তার এ কথায় স্পষ্ট, ভারতের জেতা অত সহজ হবে না। ম্যাচের আগে ভাগে বাংলাদেশ দল ভারতের শিলংয়ে এসেছিল। কিন্তু ওখানে ভালো সুযোগ সুবিধা পায়নি বলে সেটি নিয়ে আফসোস হয়নি কোচের। হ্যাভিয়ের মনে করছেন সমস্যাগুলোই হিতে বিপরীত হতে পারে। হয়তো এটাই আমাদেরকে ভালো কিছু এনে দিতে পারে।’
হামজাকে আনার পরই নাকি মানোলো মার্কেজ সুনীলকে অবসর ভাঙ্গিয়ে জাতীয় দলের এনেছেন। এমন কথাটি নিয়ে স্প্যানিশ কোচ মানোলো মার্কোজের আপত্তি রয়েছে। সুনীল আইএসএল-এ ১২ গোল করেছেন। ৪০ বছর বয়সে একজন ফুটবলার ১২ গোল করলেন। তার কাছের ফুটবলার ৭ গোল করলেন। আমি যদি দেখি আমার দাদা ৮৭ বছর বয়সে ভালো পারফরম্যান্স করছে আমি তাকেই জাতীয় দলে নেবো। আমি তো গোল পাচ্ছি না।”

 

ভারত গত বছর ১০ ম্যাচ জিততে পারেনি। নতুন দায়িত্ব নিয়ে ভারতীয় কোচ চাপের মধ্যে ছিলেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে ৪ ম্যাচ জিততে পারেনি। পঞ্চম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে জিতেছে ভারত। সেই ম্যাচে সুনীলও গোল করেছেন। আর সেটাই কোচ মানোলোকে বাড়তি স্বস্তি দিচ্ছে। তবে স্বস্তির মধ্যেও খারাপ খবর হচ্ছে তাদের দলের একাধিক ফুটবলার চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন। ভারতীয় ফুটবল পন্ডিতারা মনে করছেন এবার ভারত সবচেয়ে দুর্বল হলো। মোটেও সেদিকে কান দিচ্ছেন না বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা।

ভারত গত ১০ দিন ধরে সবচেয়ে ভালো সুযোগ সুবিধার মধ্যে শিংলয়ে রয়েছে। মূল মাঠে অনুশীলন করছে। একটা ম্যাচও খেলেছে। যেখানে খেলা হবে সেই অনেক দিন আগে থেকে অনুশীলন করলে মাঠের সঙ্গে বোঝাপড়াটা ভালো হয়। সেই সুবিধাটা পাচ্ছে না বাংলাদেশ। ভারতীয় ফুটবল ফেডারেশন শিলংয়ে বাংলাদেশকে টার্ফের মাঠে অনুশীলন করতে দিয়েছে। ম্যাচ হবে ঘাসের মাঠে, অনুশীলন করেছে টার্ফের মাঠে। ভারত বাংলাদেশ এবং ভারতের সামনে ছয়টি করে খেলা। আজ প্রথম ম্যাচ। এই ম্যাচ ঘিরেই যত আকর্ষণ। ভারতীয় কোচ জানিয়েছেন কোনো টুর্নামেন্ট সেটা লিগ হোক কিংবা অন্য কোনো খেলা। প্রথম ম্যাচটা নার্ভাস থাকে অনেকে। আমার কাছে ৬ ম্যাচের ছয়টাই ফাইনাল।

ভারতের হুমকিতে নার্ভাস না, বাংলাদেশ কোচ হ্যাভিয়ের। তার শেষ কথা, ‘আমার আত্মবিশ্বাসী। ম্যাচ জেতার জন্য আমাদের যা কিছু করা দরকার আমরা করতে পারব।’ কথার লড়াই যেমনই হোক হামজা দেওয়ান চৌধুরীর জন্য ভারতের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচ ইতিহাস সৃষ্টি করা ম্যাচ। হামজা লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামবেন। একই সঙ্গে বলা যায় হামজা এবং সুনীল ছেত্রির লড়াইটা হবে উপভোগ্য।