নতুন করে বিয়ে নিয়ে ভাবছেন মোনালিসা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

বিনোদন ডেস্ক রিপোর্টঃ 

২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান তিনি। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।তবে মোনালিসার সেই সংসার সুখের হয়নি। মাত্র বছরখানেকের মাথায় আলাদা হয়ে যান এই জুটি। এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রেই বেশি সময় কাটিয়েছেন তিনি। এর মাঝে সময় সুযোগ হলে কখনো এসে থেকে গেছেন বাংলাদেশে।

সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন টিভিপর্দার একসময়ের জনপ্রিয় এই তারকা। সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে। জানিয়েছেন, পছন্দের গল্প পেলে আবারও অভিনয়ে ফিরবেন তিনি।মোনালিসার অভিনয়ে ফেরার খবরে ভক্তরা উচ্ছ্বসিত হলেও, তাদের প্রশ্ন- অভিনেত্রী কী বিয়ে নিয়ে নতুন করে কিছু ভাবছেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারেও সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

বিয়ে প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘লাইফে এক ভুল বারবার করতে চাই না। আমি আপাতত নিজেকে নিয়েই ব্যস্ত। নিজেকে কিছুটা স্থির করতে পারলে তখনই হয়তো ভাববো।’ এই অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ের জন্য সময় নিচ্ছি, বিষয়টা এমনও নয়। আমি আমার কাজ করছি। এর মধ্যে কারো সঙ্গে যদি বোঝাপড়া মিলে যায়, বা ভালো লেগে যায় তাহলে ইনশাআল্লাহ…।’

এসময় নিজেকে বর্তমানে সিঙ্গেল বলে দাবি করেন মোনালিসা। তিনি বলেন, ‘এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত। যদি কেউ এটা জেনে খুশি হয়, বা চেষ্টা করে তাহলে আমার খারাপ লাগবে না। এখানে খারাপ কিছু নেই। কারণ প্রেম-ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যেটা বর্তমানে একদম নেই বললেই চলে।’

এসময় নিজের প্রথম প্রেমের প্রস্তাবের স্মৃতিচারণ করেন এই তারকা। মোনালিসা বলেন, ‘আমি যখন কলেজে পড়ি, মনে হয় তখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম। ওই সময়ে অনেকেই পছন্দ করতো, চিঠি দিতো। সেই চিঠিগুলো খুব রঙিন ছিল, বিভিন্ন রঙের কলম দিয়ে লেখা। প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো, যদ্দুর মনে পড়ে।’

সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘তখন তো অনেক কাজ করা হতো। মানুষের ভালোবাসার শেষ ছিল না। কেউ কেউ বাসায় বিয়ের শাড়িও পাঠিয়ে দিতো যে, আমি নাকি ফিউচার ওয়াইফ! আমার বাসার সবাই অবাক হয়ে যেতো, এগুলো কী হচ্ছে! এরকম মজার অনেক স্মৃতি মনে পড়ে।’ নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি।