নতুন প্রজন্মকে শানিত করতে চান সালাউদ্দিন

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের প্রজন্ম বাংলাদেশের ক্রিকেটকে একটা পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু সেখান থেকে দেশের ক্রিকেট এগোয়নি বলে মনে করছেন সদ্য নিয়োগ পাওয়া জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে সাকিব-তামিমদের পরবর্তী প্রজন্মকে দায়িত্ব নিতে হবে বলেও মনে করছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এ কোচ। আর বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সেই সামর্থ্য আছে বলেও মনে করেন তিনি। এমনকি সাকিব-তামিমদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও নতুনদের মাঝে দেখেন তিনি।

সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলে ফেরার পর উইন্ডিজগামী টেস্ট দলের যারা দেশে আছেন, তাদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন সালাউদ্দিন। তবে নতুন দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। হয়তো সে কারণেই গতকাল শুক্রবার সকালে বিসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে একটি ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে জাতীয় দলের কোচিং স্টাফে আসা, বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। নব্বই দশকের শেষ দিকে খেলোয়াড় থাকা অবস্থাতেই কোচিংয়ে জড়িয়ে পড়েন সালাউদ্দিন।
ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেয়ে সবার নজর কাড়েন তিনি। সে কারণেই ২০০৬ সালে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয় তাঁকে। ৪ বছরের সেই মেয়াদে তিনি ফিল্ডিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়ের স্মৃতিচারণ করে সালাউদ্দিন বলেন, ‘আগে জাতীয় দলের সঙ্গে ছিলাম, একটা প্রজন্মের সঙ্গে কাজ করেছি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফির সঙ্গে কাজ করেছি। তারা দেশের ক্রিকেটকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে, দেশকে অনেক কিছুই দিয়েছে।’

পরের প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি, ‘পরের প্রজন্মকেও যদি সহায়তা করতে পারি, আমার এত বছরের কোচিং অভিজ্ঞতা থেকে কারও যদি কোনো উপকার করতে পারি, দেশের জন্যও ভালো হবে, ওই ক্রিকেটারের জন্যও ভালো হবে। মানসিকভাবে হোক, টেকনিক্যাল হোক, ট্যাকটিক্যালি হোক; সেই দিকগুলোয় যদি সহায়তা করতে পারি, তাতেই বেশি সন্তুষ্ট হবো।’
তিনি আরও যোগ করেন, ‘সাকিব, তামিম, মুশফিক ওরা একটা প্রজন্ম, একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে আমাদের। এই পর্যায়টা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি, দেশের ক্রিকেট খুব একটা এগোয়নি। পরের প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো ক্রিকেটার হতে পারে, আরও বড় হতে পারে। সেটা অসম্ভবও নয়।’