নতুন প্রেসিডেন্ট বেছে নিতে যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ শুরু

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

নিজেদের ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ভোটযুদ্ধ। সময়ের ভিন্নতার কারণে ৫০টি অঙ্গরাজ্যের একেক এলাকায় আলাদা আলাদা সময়ে শুরু হচ্ছে ভোট।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। এবার সেখানে ড্র করেছেন ট্রাম্প-কমলা।
যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেকে ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে সোমবার দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ওই গ্রামে ১০ জন ভোটারও নেই! খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে। তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা। দিনের প্রথম প্রহরে দেশটির স্থানীয় সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়া-সহ আটটি রাজ্যের ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
এছাড়া দেশটির ইনডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যেও সকাল ৬টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় কিছু রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

দেশটির মেইন রাজ্যের প্রায় সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে সকাল ৬টায়। তবে দেশটির যেসব শহরের ভোটকেন্দ্রে ভোটার ৫০০ জনের কম রয়েছে, সেসব এলাকার ভোটকেন্দ্র স্থানীয় ১০টায় খুলে দেওয়া হবে।

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভারমন্টের গ্রিন মাউন্টেন এলাকায় ভোর ৫টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আজ রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিসের মাঝে যেকোনো একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।