নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু তারুণ্যের উৎসব

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।

রাঙামাটি
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে শহরের জিমনেশিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ হবিব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা প্রমুখ।

নাটোর
নাটোরের সিংড়া উপজেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ, রচনা, বিতর্ক এবং জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম-সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বগুড়া
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এমন স্লোগানে শেরপুর সদর উপজেলায় উদ্বোধন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি পালন করা হয়। শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে তারুণ্যের উৎসবের এসব কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

বাগেরহাট
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় র‌্যালি ও দিন ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে মূল সড়ক ও উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবের সামনে শেষ হয়।

নওগাঁ
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১০ টার দিকে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‘ এই স্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোইপ্রু মারমার নেতৃত্বে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষে তরুণ উৎসব ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক—শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করেন।

মুন্সিগঞ্জ
তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহার মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে মুন্সিগঞ্জে ৫২ দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ শুরু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।