নতুন মন্ত্রিসভায় ‘পদোন্নতি’ পাচ্ছেন যারা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম :

বর্তমান মন্ত্রিসভার ৪৫ সদস্যের মধ্যে প্রতিমন্ত্রী ছিলেন ১৯ জন এবং উপমন্ত্রী তিন জন। এদের মধ্যে তিন জন পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন। তারা হলেন, বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৭।

তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তা জানা যায়নি। সচিব জানান, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বৃহস্পতিবার শপথ নেওয়ার পর জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘হ্যাঁ, আমি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছি। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছি।’

চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সততা ও কর্মনিষ্ঠার পুরস্কার হিসেবে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ দেওয়ার জন্য আমি ডাক পেয়েছি। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।’