ক্রীড়া ডেস্ক :
একেবারে বাগে পেয়েও হারানো গেল না ফরচুন বরিশালকে। খুলনা টাইগার্সের সামনে সুযোগ ছিল তামিম ইকবালের দলকে হারিয়ে প্লে-অফের রাস্তাটায় খানিক এগিয়ে যাওয়ার। কিন্তু ১৬৮ রানের সাধারণ এক লক্ষ্যের সামনে দাঁড়িয়ে একপ্রকার খাবি খেয়েছে খুলনা টাইগার্স। শুরুর ধীরগতির ব্যাটিংয়ের মাসুল তারা দিয়েছে ৭ রানে ম্যাচ হেরে।
ম্যাচ শেষে দলের ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে খুলনার ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক বলেন, ‘প্ল্যান আসলে শুরু থেকেই যারা গিয়েছে তারাই আমাদের ফিডব্যাক দিয়েছে যে উইকেটটা একটু স্লো। যত ডিপে নেওয়া যায়, শেষ ওভারে যদি সুযোগ নেওয়া যায়। মাঝে হয়ত সিঙ্গেল রোটেট করলে হয়তো আমাদের আরেকটু ক্লোজ হয়ে যেতে পারত। তবে এখানে ভুল করেছি।’
ফারুক অবশ্য পুরো বিষয়টিকে দেখছেন খেলার অংশ হিসেবে, ‘আমাদের লেফটি রাইটি কম্বিনেশন ছিল। অ্যালেক্স রসের ওই টাইমে বাঁহাতি কেউ বল করেনি। (মোহাম্মদ) নবিকে চান্স নিয়েছে রস। উইকেটটা একটু স্লো ছিল ব্যাটে আসতে টাইম লেগেছে। নাঈমও চান্স নিয়েছে হয়নি। শেষের দিকে হয়েছে, তবে পার্ট অব গেইম, চেষ্টা করেছে।’
মাহিদুল ইসলাম অঙ্কন এই মৌসুমে বরাবারই খুলনার এক্স-ফ্যাক্টর হিসেবে ধরা দিয়েছেন। তার রান আউট খানিক ব্যাকফুটেই ঠেলে দেয় খুলনাকে। সেটা স্বীকার করেছেন দলের ব্যাটিং কোচ নিজেও, ‘আমার কাছে মনে হয় অঙ্কন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার রান আউটটা একটু দামী হয়ে গেছে আমার মনে হয়। একটা নতুন প্লেয়ার এসে এমন একটু ট্রিকি উইকেটে এসে মারাটা ইজি না। অঙ্কন যেহেতু রানে ছিল হয়ত সে এডজাস্ট করতে পারত। স্পিন-পেস ভালো খেলতেসে। রান আউটটা একটু বেশি দামী হয়ে গেছে।’
এছাড়া মিরাজ-নাঈমের স্লো ব্যাটিং প্রসঙ্গে ফারুক বলেন, ‘অইটা নিয়ে শুরুতে কথা হয়েছে। শুরুতে উইকেট একটু ট্রিকি বল ধরছিল। সেখানে আমাদের প্ল্যান ছিল উইকেট কম দিয়ে যত ডিপে ঢুকা যায়। পেস বল ইজি ব্যাটে আসছিল। সেই প্ল্যানেই আগাচ্ছিলাম।’