নাঈমের ১৭৬, চারশ’ ছাড়িয়ে প্রাইম ব্যাংকের ইতিহাস

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোববার রেকর্ড গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ওপেনার মোহাম্মদ নাঈম শেখের দুর্দান্ত ইনিংসে প্রথমবারের মতো দলটি চারশ’ রানের গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রান তোলে প্রাইম ব্যাংক—যা ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ব্যক্তিগতভাবে ব্যাট হাতে ঝড় তুলেছেন নাঈম। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তিনি। তবে শেষ পর্যন্ত ১২৫ বলে ১৭৬ রান করে থামতে হয় এই বাঁহাতি ব্যাটারকে। ইনিংসটি সাজানো ছিল ১৮টি চার ও ৮টি ছক্কায়।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন। শুরুতেই সাব্বির হোসেনের সঙ্গে জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দেন নাঈম। এরপর একের পর এক সঙ্গী বদল হলেও থেমে থাকেননি তিনি। মাত্র ৮০ বলে সেঞ্চুরি এবং ১০৬ বলে দেড়শো রান পূর্ণ করেন। ডাবল সেঞ্চুরি যখন চোখের সামনে, তখন কাভারে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

ডিপিএলে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল আবাহনীর দখলে, ২০১৮ সালে ৩৯৩ রান। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে প্রাইম ব্যাংক। এদিকে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি রয়েছে সৌম্য সরকারের। ২০১৯ সালে আবাহনীর হয়ে ধানমন্ডির বিপক্ষে করেছিলেন ২০৮* রান। নাঈম সেই রেকর্ড ছুঁতে না পারলেও নিজের ইনিংস দিয়ে রেকর্ডবইয়ে ঠাঁই করে নিয়েছেন।