জেলা প্রতিনিধি, নাটোর
কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ‘নাটোর বিআরটিএ অফিসের ভেতর বসেন দালাল, চুক্তিতে করে দেন লাইসেন্স’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনায় চিত্র তুলে ধরা হয়। এরপর আজ দুদকের কর্মকর্তারা নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।