বিনোদন ডেস্ক:
শনিবার ভোরে মুম্বইয়ের কান্দিভালিতে মেট্রো নির্মাণে কর্মরত দুই শ্রমিককে পিষে দেয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ি। বেপরোয়া ও অবহেলায় গাড়ি চালানোর অভিযোগে দায়ের করা কোঠারে এবং তার চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের জি নিউজ জানায়,গতকাল শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুবই বেশি ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারায়। কান্দিভালির যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে মেট্রোর কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত।
আহত শ্রমিককে হাসপাতাসে ভর্তি করা হয়। উর্মিলা ও তার ড্রাইভারেরও চোট লেগেছে, তবে তাদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকায় অনেকটাই রক্ষা পেয়ে গিয়েছেন। এরইমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
মারাঠি সিনেমার প্রিয়মুখ ঊর্মিলা। তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ২০০৬ সালে ‘শুভমঙ্গল সাবধান’ সিনেমার মাধ্যমে। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। দেখা গেছে সিরিয়াল ও সিরিজেও।