নারায়ণগঞ্জে সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে একটি মোটরসাইকেলে বাসের ধাক্কায় রাফি তালুকদার নিহন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তার বন্ধু ইব্রাহিম ইসলাম কাব্য (১৯) আহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাত দশটায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী।

নিহত রাফি তালুকদার চাঁদপুরের সদর উপজেলার আজিজুর রহমান হিরণের ছেলে। তিনি এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা আবু নাঈম সিদ্দিকী বলেন, রাফি তালুকদার নিহন ও তার বন্ধু কাব্য একটি মোটরসাইকেলে যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের মেঘনা ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহত রাফি তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিম ইসলাম কাব্যকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।