নারীর সোনার চেইন ছিনতাইয়ে গ্রেফতার ৪

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ জুন) নগরীর শাহ আমানত মাজার ও লালদীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সোনার চেইন উদ্ধার করে পুলিশ। এরা হলেন- কুমিল্লার তিতাস থানার ফরিদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মাহাবুব ইসলাম রিয়ন ওরফে মোহাম্মদ আলী (৪৩), ময়মনসিংহের ফুলপুর থানাধীন পলাশকান্দা গ্রামের মৃত বাবুল হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার ওরফে মধু (২৮), নেত্রকোনার খালিয়াজুরি থানাধীন কৃষ্ণপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে রিপন মিয়া (২৫) এবং সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলংয়ের মৃত জয়নাল সরদার ওরফে কাজল ওরফে আনোয়ার হোসেনের ছেলে মো. তুষার মোল্লা হৃদয় (৩৫)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর বলেন, গত শুক্রবার দুপুরে কোতোয়ালি থানা এলাকায় হ্যাপি চৌধুরী নামে এক নারী রিকশায় করে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সৈকত চৌধুরী থানায় অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। গতকাল শনিবার অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের সোনার চেইন উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে মধুর বিরুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের পাঁচটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।