নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা পরিষদের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদনঃ
নারী ফুটবলারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
এঘটনায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে, দুই দুইবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে, এমনকি কাউকে কাউকে হত্যা ও ধর্ষণেরও হুমকি দেওয়া হচ্ছে। মহিলা পরিষদ এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বাংলাদেশের এই নারী ফুটবলাররা আজ যখন দেশে বিদেশে সুনামের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে। এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্টে বিজয়ের শিরোপা অর্জন করে দেশের সুনাম বয়ে আনছে। সেইসময় এই ধরনের পরিস্থিতি নারী ফুটবলারদের খেলার পরিবেশ বিঘ্নিত করা যা কিনা ফুটবলারসহ যেকোনো নাগরিকের জন্য গ্রহণযোগ্য নয়।
মহিলা পরিষদ এই বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে। একইসঙ্গে এই জাতীয় দলের ১৮জন ফুটবলারসহ সকল মহিলা ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানাচ্ছে।