নাশকতাকারীকে হাতেনাতে ধরায় ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাইফুল ইসলাম:
রাজধানীর আসাদগেটে অগ্নিসন্ত্রাস ও নাশকতাকারীকে হাতেনাতে আটক করায় ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায়কে বিশেষ পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক সার্জেন্ট পলাশকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। সার্জেন্ট পলাশকে সহযোগিতা করায় টিএসআই আতাবুলকেও পুরস্কৃত করেন তিনি।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পলানোর সময় মামুন নামের একজন নাশকতাকারীকে আটক করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায়। নাশকতাকারীকে আটক করতে সহযোগিতা করেন টিএসআই আতাবুল। এরপর আটককৃত ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।