নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালে করা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজী মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান। আজ বুধবার (৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেক আসামির এক বছরের কারাদণ্ড ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি প্রত্যেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা জনমনে ভীতি প্রদশর্নের জন্য নাশকতা করে থাকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ।