
ক্রীড়া ডেস্ক:
নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি স্টিড। প্রায় ছয় বছর ধরে দায়িত্বে থাকা এই কোচ জানিয়ে দিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে আর তার সঙ্গে কিউইদের দেখা যাবে না। তবে টেস্ট দলের কোচ হিসেবে থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
২০১৮ সালে মাইক হেসনের জায়গায় নিউজিল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন স্টিড। তার অধীনেই কিউইরা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। যদিও প্রতিবারই শেষ পর্যন্ত রানার্সআপ হয় দলটি। তবে ২০২১ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তার কোচিংয়েই।
দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে স্টিড বলেন, ‘সফরের পর সফরের জীবনে আমি কিছুটা ক্লান্ত। পরিবার ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই এখন। আগামী মৌসুমটা অপেক্ষাকৃত কম অভিজ্ঞ একটি দলের সঙ্গে ভালোভাবে শেষ করাই আমার প্রাধান্য। গত ছয় মাস একটানা ক্রিকেট নিয়ে দারুণ ব্যস্ত ছিলাম।’
টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্বে থাকতে চান কি না এ প্রসঙ্গে স্টিড বলেন, ‘এই সময়টা আমি আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে কাটাতে চাই, ওদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাই। তখনই ভালোভাবে বুঝতে পারব, টেস্ট কোচ হিসেবে নতুন করে আবেদন করব কি না।’
গ্যারি স্টিডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। নতুন করে দায়িত্ব নেওয়ার জন্য বিস্তৃত প্রক্রিয়া শুরু করবে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। স্টিড সে প্রক্রিয়ায় অংশ নেবেন কি না, সেটি এখনও স্পষ্ট নয়।