নিখোঁজ স্কুলছাত্রী ফাতিহার সন্ধান চায় পরিবার ও পুলিশ

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ৫ম শ্রেনীতে অধ্যয়নরত ফাতিহা মামুন ঈদ নামে এক শিশু হারিয়ে গেছে। তার বয়স ১১ বছর। পিতার নাম- আব্দুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিউজ পোস্ট বিডিকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, শিশুটির উচ্চতা- ৪ ফুট, গায়ের রং উজ্জল শ্যামলা, মুখ গোলাকার, মাথার চুল-লম্বা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো আকাশী রংয়ের কামিজ, সাদা পাইজামা, ওড়না-সাদা, বেল্ট-নীল রংয়ের (ইউনিফর্ম)।


স্কুলছাত্রী ফাতিহা গতকাল বুধবার (১২ জুলাই) সকাল অনুমান সোয়া ৭টায় রাজধানীর হাজারীবাগের বাসা থেকে বের হয়ে বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজে যায়। স্কুল শেষে ১২:২৫টায় স্কুল থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ফাতিহার মা ফাতেমা খাতুন। জিডি নং-৬৫০ তারিখ-১২/৭/২০২৩ খ্রি.। কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুর সন্ধান জেনে থাকলে হাজারীবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৬১১) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৬০৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ ও তার পরিবার।