নির্বাচন নিয়ে কোনো ধরনের চাপ নেই: ইসি আলমগীর

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

গাজীপুর প্রতিনিধি:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো ধরনের চাপ নেই। তারা শুধু জানতে চায়, সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করা হচ্ছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে তিনি বলেন, ‌‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আর পুলিশ, প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে সেখানে যাবেন।’

এসময় তিনি আরও বলেন, ‘নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তাদের গোয়েন্দা তৎপরতাও বাড়িয়েছে। তারপরও কেউ কোনো ধরনের নাশকতা করতে চাইলে তারা ধরা পড়ে যাবেন। এখন প্রযুক্তির যুগ। কেউ যদি নাশকতা করার পর মনে করেন বেঁচে যেতে পারবেন, সেটা এখন আর সম্ভব নয়।’

ভোটারদের উদ্দেশ্যে মো. আলমগীর বলেন, ‘অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে। আপনারা নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বিজিবি, র‌্যাব ও পুলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।