নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তি বোধ করে না বিএনপি: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিভিন্ন জায়গা থেকে চিঠি আসবেই। কিন্তু নির্বাচন আইনসম্মত সময়ে অবশ্যই হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। এ সময় চিঠির বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেবেন বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন পরিকল্পনামন্ত্রী। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাগলা বাজারে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তি বোধ করে না। তাই তারা নির্বাচনে আসতে চায় না, তফসিল প্রত্যাখ্যান তাদের স্বাভাবিক বিষয়। অন্য পথে ক্ষমতায় আসতে চায় তারা।’

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুর হকসহ আরও অনেকে।