নির্মাতা ফারুকী যে দুই কারণে ইউনূস সরকারের সঙ্গে শপথ নিলেন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক:
অন্তর্র্বতী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। শপথ নেওয়ার পর নির্মাতা জানালেন দুই কারণে তিনি অন্তর্র্বতী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।
রেববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ফারুকী লিখেছেন, ‘আমি কখনো কোনো আনুষ্ঠানিক জিনিসে যাইনি! যাই হোক আজ শপথ নিলাম দেশের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে সেবা করার! শুধু এই কারণেই। প্রথমত, দেশের জন্য কিছু করার প্রেরণা সবসময় থাকে যা অপ্রতিরোধ্য। দ্বিতীয়ত, প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়া সবসময় প্রলুব্ধকর!’
তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে আমাকে এই নতুন যাত্রায় সৌভাগ্য কামনা করুন এবং আপনার সদয় পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে ভুলবেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি কিছু পরিবর্তন আনতে আমি যা করতে পারি তা করব।’
এর আগের ফারুকী বলেন, ‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। যদি ঘটাতে পারি, মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে। আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি (বিনা সংকোচে) ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।’
প্রসঙ্গত, আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’-এর নির্মাতা। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।