‘নিষিদ্ধ’ তাওহিদ হৃদয় খেলতে নেমে আউট হলেন ৩৭ রানে

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

গত কয়েক দিনে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম তাওহিদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁর নিষেধাজ্ঞার শাস্তি এবং সেই শাস্তি বাড়ানো-কমানো নিয়ে আলোচনায় এমনকি আড়াল হয়ে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজও। যেখানে সিলেটে প্রথম ম্যাচটি হেরে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেনের দল।

নিষেধাজ্ঞার শাস্তি পিছিয়ে আগামী মৌসুমের শুরুতে নিয়ে যাওয়ায় আলোচিত সেই হৃদয় আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামতে পেরেছেন। কিন্তু মোহামেডানের স্কোরবোর্ডে খুব একটা পার্থক্য তৈরি করতে পারেননি ‘নিষিদ্ধ’ হৃদয়। মোহামেডানের যখন খুব প্রয়োজন, সেই সময় তিনি আউট হয়ে ফিরেছেন ওয়াসি সিদ্দীকের বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে, তিন চারে ৫৪ বলে করেছেন ৩৭ রান।

হৃদয় যখন আউট হন, ১৮ ওভারে ৯১ রান প্রয়োজন ছিল মোহামেডানের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ২৩৭ রানের জবাবে ৩২ ওভারে মোহামেডানের রান ছিল ৩ উইকেটে ১৪৬। হৃদয়ের আউটের পরপরই ফিরে গেছেন আরিফুল ইসলামও। ফলে সাময়িকভাবে সমস্যায়ই পড়ে যায় মোহামেডান। আরিফুলের আউটের পর অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়েন সাইফউদ্দিন।

হৃদয়কে নিয়ে আলোচনার শুরু মোহামেডান-আবাহনী ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া থেকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মন্তব্য করে আরও এক ম্যাচ নিষেধাজ্ঞা পান হৃদয়।

কিন্তু মোহামেডানের চাপে পড়ে হৃদয়কে দেওয়া ম্যাচ রেফারির দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করে দিয়েছিলেন বিসিবির আম্পায়ার্স বিভাগ। সেই এক ম্যাচের নিষেধাজ্ঞাও যেন তুলে নেওয়া হয়, এর জন্য গতকাল বিসিবিকে চাপ দিতে থাকেন ক্রিকেটাররা।

তামিম ইকবালের নেতৃত্বে কাল বিকেলে একদল ক্রিকেটার মিরপুরের বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে হৃদয়ের শাস্তি নিয়ে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির আরও দুই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।

কাল রাতে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি আম্পায়ার্স বিভাগ কর্তৃক হৃদয়ের শাস্তি কমানোর সিদ্ধান্ত বাতিল করে। শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়মানুযায়ী হয়নি বলেই সেটি সংশোধনের উদ্যোগ নিয়েছিল টেকনিক্যাল কমিটি। তারা নতুন করে সিদ্ধান্ত নেয়, চলতি প্রিমিয়ার লিগের পরের ম্যাচেই নিষিদ্ধ থাকবেন হৃদয়, যে ম্যাচটি হয়েছে আজ।
কিন্তু গতকাল ক্রিকেটারদের সঙ্গে সভায় তাদের চাপে সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় বিসিবি। হৃদয়ের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেয় তারা, তিনি বাকি এক ম্যাচের বহিষ্কারাদেশ ভোগ করবেন আগামী বছরের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে। ফলে এ মৌসুমে আজসহ মোহামেডানের যে দুটি ম্যাচ বাকি আছে, দুটিতেই খেলতে পারছেন হৃদয়।