নীলফামারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৩৬ লাখ টাকা জরিমানা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নীলফামারী প্রতিনিধি:
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর, দলুয়া ও কামারপুকুর এলাকায় অভিযানে আটটি ইটভাটার মালিককে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর, দলুয়া ও কামারপুকুর এলাকায় অভিযানে আটটি ইটভাটার মালিককে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এসব ইটভাটার মালিককে ৫০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এ সময় স্কেভেটর দিয়ে ভাটাগুলোর কিলন আংশিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে নীলফামারী জেলা পুলিশ, র্যাব-১৩ এবং নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।