
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই-ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত কায়সার ইমরান বাবুল উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই রতনকে আটক করেছে আটপাড়া থানা পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কায়সার ইমরান বাবুল তার ভাই রতন ও কামাল এবং তাদের ছেলেদের সঙ্গে পারিবারিক একটি সেচ পাম্প নিয়ে বিরোধ চলছিল। ওই সেচ পাম্পের আওতায় তার কিছু আবাদি ফসলি জমি রয়েছে। এসব জমিতে নিয়মিত পানিও দিত না তার ভাইয়েরা। এ ছাড়া সেচ পাম্পের আয়ের অংশও বাবুলকে দেওয়া হতো না। এসব বিষয় নিয়ে এলাকার মানুষ প্রায়ই মীমাংসার চেষ্টা করেন। এ বিষয় নিয়ে রোববার এশার নামাজের পর বাবুল তার ভাই-ভাতিজাদের সঙ্গে আলোচনায় বসলে একপর্যায়ে সেচ পাম্পের পাশাপাশি পারিবারিক জমি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই কায়সার ইমরান বাবুল মারা যান।স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, তাদের মধ্যে সেচ পাম্প ও আর্থিক কিছু লেনদেন নিয়ে পারিবারিক ঝামেলা ছিল। এর আগেও আমরা বসে সমাধান করে দিয়েছিলাম কিন্তু সম্প্রতি আবারও তাদের মধ্যে এসব বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তার ভাতিজা তাকে আঘাত করলে সে মারা যায়।
এ বিষয়ে আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জান জানান, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।