জেলা প্রতিনিধি ,নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি বীরপ্রতীক খলিলুর রহমান (৭৫) খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।শনিবার (৬ এপ্রিল) সকাল পৌনে ছয়টার দিকে তিনি জেলা শহরের উত্তর সাতপাই এলাকার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নেত্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
খলিলুর রহমানের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, খলিলুর রহমানের গ্রামের বাড়ি সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। ব্যক্তিজীবনে নিঃসন্তান খলিলুরের স্ত্রী রেহানা আক্তার রুবী দীর্ঘদিন ধরে প্যারালাইজ অবস্থায় বিছানায় রয়েছেন। খলিলুর রহমানই তাকে দেখভাল করতেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তার জানাজা শেষে সাতপাই কবর স্থানে দাফন করা হবে।বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সলিয়াদিঘি ছাড়াও ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, গুতুমা, বল্লভপুর, শুভপুর, পরশুরাম, চম্ককনগরসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন।