নেপালে টানা বৃষ্টিতে বন্যা, ভূমিধসে ১০ জনের প্রাণহানি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
নেপালে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে নিখোঁজ রয়েছেন আরো সাতজন। স্থানীয় সময় শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব দুর্যোগের কারণে যান চলাচলেও বিঘ্নতা সৃষ্টি হয়েছে। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানিয়েছে, হিমালয় কোলের দেশটির অধিকাংশ নদনদীর পানি বেড়ে আশপাশের রাস্তা ও সেতুর ওপর উঠে গেছে।
রাজধানী কাঠমান্ডু থেকে আবহাওয়া কর্মকর্তা বিনু মহারাজন জানিয়েছেন, রোববার সকাল পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে আসতে পারে। নেপালের মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় মাঝারি ৫০ মিলিমিটার (২ ইঞ্চি) থেকে অতি ভারি ২০০ মিলিমিটারেরও (৮ ইঞ্চি) বেশি বৃষ্টি হতে পারে। অন্য এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, দেশটি প্রতি বছর বৃষ্টির মৌসুমে নেপালে হড়কা বান ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু হয়।