
বিনোদন ডেস্ক :
কলকাতার ঠাকুরপুকুরের একটি বাজারে গত রোববার এক টালিউড পরিচালকের গাড়ি চাপায় মৃত্যু হয় একজনের। এ সময় সেই ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস মদ্যপ অবস্থায় ছিলেন। আর এ ঘটনায় তোলপাড় টালিউড ইন্ডাস্ট্রি; রীতিমতো ক্ষোভে ফুঁসছে মানুষএ ঘটনায় পুলিশ হেফাজতে রয়েছেন সেই ঘাতক পরিচালক। তবে তাকে জেরা করে হতবাক পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, ভিক্টো পুলিশি জেরায় বলেছেন, ‘দিন ও রাতের পার্থক্য বুঝতে পারিনি। মদ্যপ অবস্থায় দিনের বাজারের রাস্তা রাতের মতোই ফাঁকা মনে করে ঢুকে পড়েছিলাম সেখানে।’
সে সময় জনবহুল ও বাজারে এলাকায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি নিয়ে কেন ঢুকে পড়লেন- সেই প্রশ্নও করা হয়েছে তাকে।পুলিশ জানিয়েছে, ভিক্টো দাবি করেছেন, ঠাকুরপুকুর বাজারের রাস্তাটি তার কাছে খুবই পরিচিত। ওই রাস্তা দিয়ে গভীর রাতেও গাড়ি চালিয়ে প্রায়ই যাতায়াত করেন তিনি। এমনকি তিনি নাকি সেখান দিয়ে এর আগে ৬০-৮০তে গাড়ি চালিয়েছেন, কখনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন সিদ্ধান্ত।
পরিচালকের দাবি, অত রাতে ঠাকুরপুকুর বাজার সাধারণত জনবহুল থাকে না। সব দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তাও থাকে সম্পূর্ণ ফাঁকা। তাই শর্টকাট ধরার জন্য তিনি প্রায়ই ওই বাজারের রাস্তাই ব্যবহার করেন।
ওই পরিচালক পুলিশকে জানিয়েছেন, প্রথমে বার এ যেয়ে মদ্যপান করেন, সেখান থেকে এক অভিনেত্রীর বাড়িতে গিয়ে ফের মদ খান। আর তাই মদের পরিমাণ এতটাই বেশি হয়ে যায় যে তার কোনো হুঁশই ছিল না।
তিনি আরও জানিয়েছেন, অভিনেত্রী ঋ সেনগুপ্ত তার পাশেই বসেছিলেন। আর পেছনের সিটে ছিলেন কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। দুর্ঘটনাটি যখন ঘটে, তখন তারা নেশায় বুঁদ হয়ে ঘুমাচ্ছিলেন। পুলিশের কাছে পরিচালক সিদ্ধান্তের দাবি, প্রচণ্ড নেশা করে গাড়ি চালাতে চালাতে গিয়ে তার চোখও বুঝে আসছিল। অভ্যাসের বশেই তিনি প্রায় ঘুমন্ত অবস্থায় ঢুকে পড়ে ওই বাজারে। তখন যে দিন, রাত নয়, তা নাকি তার খেয়ালই ছিল না।