ডেস্ক রিপোর্ট:
মাইক্রোসফট নোটপ্যাড উইন্ডোজের অন্যতম চমৎকার ফিচার বলেই পরিচিত। অনেকে দ্রুত লেখার কাজ সম্পন্ন করার জন্য এই নোটপ্যাড ব্যবহার করেন। তবে মাইক্রোসফট ওয়ার্ড কিংবা ওয়ার্ডপ্যাডের মতো এই নোটপ্যাডে শব্দসংখ্যা দেখার সুযোগ নেই। শব্দসংখ্যা দেখতে না পাওয়া একটি বড় সমস্যা ছিল এই অ্যাপে।
ইনস্টাগ্রামে ব্লু টিক পেতে করণীয়ইনস্টাগ্রামে ব্লু টিক পেতে করণীয়
শব্দসংখ্যা দেখা যেত, তবে সেজন্য আবার ম্যানুয়াল কিছু বাটনে একের পর এক ক্লিক করতে হতো। কিন্তু সম্প্রতি মাইক্রোসফট নোটপ্যাডে শব্দসংখ্যা দেখার আলাদা সুবিধা দিচ্ছে।
সম্প্রতি ক্যানারি চ্যানেল উইন্ডোজ ১১-এর টেস্ট ভার্সনে এমনটিই দেখিয়েছে। কোনো টেক্সট সিলেক্ট করার পর একটি স্ট্যাটাস বারে এখন ওয়ার্ড কাউন্ড দেখা যাবে। চলতি বছর নোটপ্যাডে একাধিক আপডেট এসেছে। বিশেষত অটোসেভ ফাংশনটি অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। উইজ্যাট ফিচারেও তারা ব্যাপক বদল এনেছে।
ইনস্টাগ্রামে ‘অ্যাড ইয়োরস’ইনস্টাগ্রামে ‘অ্যাড ইয়োরস’
নোটপ্যাডের নতুন এই ফিচার এখন শুধু উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের অংশ তাই ডেভেলপার বা বেটা আগ্রহীরাই শুধু এই ফিচারটি ব্যবহার করতে পারছেন। আর এই বিশেষ ফিচারটি মূল উইন্ডোজ সংস্করণে চলে আসলে লেখার সঙ্গে সংযুক্ত পেশার অনেকেই উপকৃত হবেন।
সূত্র: টেকলুসিভ