ক্রীড়া ডেস্ক:
বিসিবির কাছ থেকে পাওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল বুধবার সিইও নিজামউদ্দিন চৌধুরীকে ই-মেইলে জবাব পাঠান তিনি। হোয়াটসঅ্যাপে তিনি সমকালকে জানান, আইনজীবীর মাধ্যমে উত্তর দিয়েছেন।
মঙ্গলবার টাইগার এই কোচকে কারণ দর্শানোর নোটিশসহ বরখাস্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ের ড্রেসিংরুমে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। বাঁহাতি স্পিনার নিজেই জাতীয় দল সতীর্থদের কাছে হেনস্তা (চপেটাঘাত) হওয়ার কথা বলেছেন বলে গুঞ্জন ছিল।
বিশ্বকাপ শেষে বিষয়টি মিডিয়ায় আসায় পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে দায়িত্ব দেওয়া হয় ঘটনার সত্যতা অনুসন্ধান করতে। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি কোচের কোনো দোষ খুঁজে পায়নি বলে জানা গেছে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন, রিপোর্টে কিছু নেই।
কিন্তু ফারুকের দাবি, রিপোর্টে নাসুমকে আঘাত করার বিষয়টি রয়েছে। তিনি নিজেও তদন্ত করে সত্যতা পেয়েছেন। বাস্তবতা হলো, পারফরম্যান্স মূল্যায়ন কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনছেন না ফারুক। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ হাথুরুসিংহে প্রথম থেকেই বলে আসছেন, এমন কোনো কিছু ঘটেনি।