নোয়াখালীতে টাস্কফোর্সের অভিযান-জরিমানা

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বিশেষ টাস্কফোর্সের অভিযানে পাকা ভাউচার ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পৌর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে নোয়াখালীর পৌর বাজারে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানে পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করেছে জেলা প্রশাসক কর্তৃক বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালী জেলার সদর উপজেলার পৌর বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান (ভোক্তা অধিকার, কৃষি বিপণন, ছাত্র প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে) চালানো হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাইকারি আড়ত এবং খুচরা বাজার মূল্য তদারকি করা হয়। আলু, পেঁয়াজ এবং ডিম গতকালের চেয়ে ডজন প্রতি ২ টাকা কমলেও শাক-সবজি, ব্রয়লার মুরগির দাম ঊর্ধ্বগতি।

তিনি আরও বলেন, টাস্কফোর্স অভিযানে সব ব্যবসায়ীকে পাকা ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় পাকা ভাউচার না রাখায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নোয়াখালী জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।