
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ইসলামীয়া সড়কের বৈকুন্ঠপুর বাজারের পশ্চিম পাশে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ভাই-বোনের মতো বেড়ে ওঠা মামাতো-ফুফাতো দুই শিশু নিহত হয়।
নিহতরা হলেন—আরাফাত হোসেন (৮) ও তার মামাতো বোন আসমা আক্তার (৭)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরাফাতের বাবা আবুল কালাম (৪০), যাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম প্রতিদিনের মতো বাইসাইকেলে করে ছেলে আরাফাত ও ভাগ্নি আসমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে বৈকুন্ঠপুর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়, আর আবুল কালাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।