
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় জিদান (৬) নামের এক স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌরসভার এলএসডি মোড়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিদান দেবীগঞ্জ গ্রীন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় জিদানের বাবা, বড় বোন এবং ইটবোঝাই মাহেন্দ্রর চালক গুরুতর আহত হন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় চৌরাস্তা থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।