চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম পটিয়ায় উপজেলায় গরু চুরিতে বাঁধা দেওয়ার সময় চোরদের এলোপাতাড়ি গুলিতে তিনজন খামারি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা নাঈম উদ্দিন (২৪) নামের একজনকে পুলিশে সোর্পদ করেছেন।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের আজম আলীর খামারে এ ঘটনা।
আহতরা হলেন- উপজেলার উজিরপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে আব্দুল হক (২৮), একই এলাকার আজম আলীর ছেলে মো. আরমান (২৬) ও ভোলা জেলার মো. দুলালের ছেলে মো. রাজু (২৪)। আহত তিনজনকে পটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) অসীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
খামারি আজম আলী জানিয়েছেন, তার খামারে চারটি গরু রয়েছে। ৪-৫ দিন আগে অপরিচিত একব্যক্তি খামারে গিয়ে একটি গরু ক্রয় করতে চান। এর পরেই শনিবার গভীর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করতে আসে। এই সময় লোকজন চোরকে ধাওয়া করেন।
স্থানীয় বরাতে এএসআই অসীম জানান, সংঘবদ্ধ চোরের দল শনিবার রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে আসে উপজেলার উজিরপুর গ্রামে। ওই সময় স্থানীয় এক মহিলা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন। পরে লোকজন চোর চোর বলে ধাওয়া করলে চোরের দল লোকজনকে লক্ষ্য গুলি ছুঁড়ে। ওই সময় খামারির ছেলে আরমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়।
তিনি আরও জানান, চোরদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।