পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

পটুয়াখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। এতে সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে। সব থেকে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে বৃষ্টি এবং শীত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা আবহাওয়া অফিস।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ পর্যন্ত এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শনিবার দুপুরে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার (২২ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া নিম্নচাপটি গত ২০ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রিকশাচালক মো. জাফর সরদার বলেন, ‘আজ সকাল থেকে রাস্তায় যাত্রী নাই বললেই চলে। সকাল ৮টায় বের হইছি এখন পর্যন্ত ইনকাম করেছি মাত্র ২৩৫ টাকা। রিকশার জমা টাকাই ওঠে নাই। আজ বাজার করমু কেমনে সেটা নিয়েই চিন্তায় আছি।’নিউমার্কেটের সবজি বিক্রেতা মো. মনির হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে বাজারে কোনো কাস্টমার নাই। আর বৃষ্টির পাশাপাশি ঠান্ডাও বেড়েছে। তাই খুব প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসছে না। আজ লাভ করবো তো দূরের কথা, চালান টাকাই উঠবে না।’

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহানবলেন, নিম্নচাপের কারণে সকাল থেকে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আগামী দুই-এক দিন পর্যন্ত এমন পরিবেশ থাকতে পারে।