পতাকা হচ্ছে রক্তাক্ত, পুরো জাতি কি আজ অবুঝ: আফরান নিশো

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

বিনোদন ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ৬জন।

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের মানুষ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় জাতির কাছে প্রশ্ন তুললেন অভিনেতা আফরান নিশো।
নিশো তার ফেসবুক পোস্টে লেখেন, আমার সোনার বাংলা আমাদের প্রাণ লাল সবুজের পতাকা সবুজের মাঝে লাল। বাবা মুক্তিযোদ্ধা, চেতনা- লড়ব যদি যাক প্রাণ, লাল সবুজের পতাকা… তাদেরই প্রতিদান তাদের আত্মত্যাগের ঘ্রাণ।

তিনি আরও লেখেন, তবে আজ কেন এত লাল? সবুজে লাল খুঁজি, লালে সবুজ নয়। পতাকা হচ্ছে রক্তাক্ত, পুরো জাতি কি আজ অবুঝ?

সবশেষে তিনি আরও লেখেন, শান্তি চাই। হোক সংস্কার। অপমান চাই না। রক্তাক্ত রাজপথ চাই না। হোক সমাধান। লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না।