নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংকের কর্মকর্তারা সুপারনিউমেরারি পদ্ধতিতে পদোন্নতির দাবি করেছেন। এ দাবিতে আজ বৃহস্পতিবার সকালে তাঁরা ব্যাংকের প্রধান কার্যালয়ে মানববন্ধন করেন।
জনতা ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রমালিকানধীন সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক যে পদ্ধতিতে পদোন্নতি দিয়েছে, জনতা ব্যাংক সেই পদ্ধতিতে পদোন্নতি দিচ্ছে না। এই বাস্তবতায় তাঁরা দ্রুত পদোন্নতি দাবি করেছেন। তাঁরা বলেছেন, এর আগে বিভিন্ন অনিয়মের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসন একই পদ্ধতি অবলম্বন করছে। অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি দেওয়ার পরিকল্পনা করেছে তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা বলেছেন, এই পরিস্থিতিতে তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাঁদের দ্রুত পদোন্নতি দেওয়া না হলে বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
চলতি সপ্তাহে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়। এ ঘটনার পর জনতা ব্যাংকের কর্মকর্তারা পদোন্নতি দাবি করলেন।