পদ্মা সেতু রুটের ৬ ট্রেন চলবে ঢাকার শহরতলি প্ল্যাটফর্ম থেকে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার সুবিধার্থে পদ্মা সেতু হয়ে চলাচল করা ৬টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পাশে থাকা শহরতলি প্লাটফর্ম থেকে পরিচালনা করা হবে।
ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার সুবিধার্থে পদ্মা সেতু হয়ে চলাচল করা ৬টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পাশে থাকা শহরতলি প্লাটফর্ম থেকে পরিচালনা করা হবে।
আরও বলা হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।
বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এছাড়া র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে।
এছাড়া ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।