পরমাণু চুক্তি : খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের ৭টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৯৪ লাখ ৮ হাজার ৫৯২ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির পক্ষে সহকারী পরিচালক পিয়াস পাল এসব হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি হাবিবর রহমান এবং তার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব অস্থাবর সম্পদ কোনো প্রক্রিয়ায় যাতে হস্তান্তর না করতে পারেন এজন্য ফ্রিজ আদেশ হওয়া আবশ্যক।
আদালত শুনানি শেষে এসব ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।