পরীমণির আটকের পর রাজ মাল্টিমিডিয়ার সত্বাধিকারী নজরুল ইসলাম রাজকে (নজরুল রাজ) আটক করা হয়েছে। আজ বুধবার রাতে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র্যাবের একটি দল।
পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই সিনেমায় নাম লেখান পরী।
এর আগে, সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় প্রায় ৪ ঘণ্টা র্যাবের অভিযানের পর রাত সাড়ে ৮টার দিকে তাকে করে আটক র্যাব-১ এর সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।