পরীমণি তাঁকে নিয়ে মিথ্যাচার করছেন! বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নতুন অভিযোগ রাজের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক :
বিতর্ক অব্যাহত। শরিফুল রাজ এবং পরীমণির বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা চলছেই। এ বার নায়িকার আনা অভিযোগের বিরোধিতা করলেন অভিনেতা।
পরীমণি এবং শরিফুল রাজের বিবাহবিচ্ছেদ নিয়ে বিতর্ক জারি। রাজকে ডিভোর্সের কারণ হিসাবে পাঁচটি বিষয় তুলে ধরেছেন নায়িকা। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী সেই পাঁচ কারণ হল—
১। দু’জনের মধ্যে একদমই মিল হচ্ছিল না। মনের অমিল ছিল।
২। কারণ হিসাবে নায়িকার দাবি, রাজ কোনও খোঁজখবরই রাখতেন না তাঁদের।
৩। এ ছাড়াও ডিভোর্সের কারণ হিসাবে পরী দেখিয়েছেন, কোনও বনিবনা ছিল না।
৪। মানসিক অশান্তির সৃষ্টি হয়েছিল।
৫। অন্য নারীদের প্রতি রাজের আসক্তি ছিল।
দফায় দফায় পরীমণির একাধিক বক্তব্য উঠে এসেছে বাংলাদেশি সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে। কিন্তু এত দিন চুপ ছিলেন শরিফুল রাজ। অবশেষে শুক্রবার মুখ খুললেন অভিনেতা। পরীমণির আনা অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন রাজ। এক কথায় বোঝানোর চেষ্টা করেছেন তিনি এই ঘটনায় বেশ বিরক্ত।