পরোটা বিক্রি ছেড়ে ওয়েব সিরিজে আসছেন ভাইরাল রাজু দা!
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক :
ফুড ব্লগারদের হাত ধরে কলকাতার রাস্তার খাবারের দোকানগুলির জনপ্রিয়তা বেড়েছে বেশ কিছু বছরে। আর সেই তালিকায় অন্যতম নাম রাজু দা এবং তার বিখ্যাত পকেট পরোটা।
রাজু দার দোকান ও তার জীবনের কাহিনি এখন সবার কাছে পরিচিত। সম্প্রতি তিনি জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন। যা নিয়ে মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।
ভাইরাল রাজু দা তার ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি এবার নতুন এক অবতারে ধরা দেবেন।
ভিডিওতে তিনি বলেন, ‘আজকে আমি কোথাও ইনভাইটেড আছি, সেটা হলো একটি ওয়েব সিরিজের জন্য। খুব তাড়াতাড়ি হইচইতে এটা দেখতে পারবেন।’
যদিও তিনি স্পষ্ট করেননি, ওয়েব সিরিজটি কী? আর তার গল্পই বা কী? কবে থেকে প্রচারে আসবে?তবে একটি কথা নিশ্চিত, রাজু দা সেখানে খালি হাতে যাচ্ছেন না। সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি।
তিনি বলেন, ‘পরোটা আর তরকারি নিয়ে যাচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ এবং সেদ্ধ ডিমও থাকবে।’
এই ভিডিও দেখে তা র ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, অনেক ভালবাসা রইল।’
অন্য একজন বলেছেন, ‘দাদা, আপনার জন্য বলছি, আপনি একজন সাদা সিধে মানুষ। ফুড ব্লগারদের প্রচারের বদলে ব্যবসা বাড়ানোর দিকে মন দিন।’
রাজু দা শিয়ালদহ চত্বরে ও শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন। তিনি ২০ টাকায় তিনটি পরোটা এবং আনলিমিটেড তরকারি দেন, যার জন্য লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। এবার সেই জনপ্রিয়তা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।