পহেলা বৈশাখে শেরাটন ঢাকায় বর্ষবরণ মেলা

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ মেলার আয়োজন করেছে শেরাটন ঢাকা। আগামী ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেলটির গ্র্যান্ড বলরুমে (লেভেল ১২) অনুষ্ঠিত হবে এ মেলা।

এতে সংগীত ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, শিশুদের জন্য শিল্প প্রতিযোগিতা, নারীদের জন্য সংগীত চেয়ার, পুরুষদের জন্য রেড লাইট গ্রিন লাইট, মজার খেলা, সার্কাস ও পুতুল নাচ, ভবিষ্যদ্বাণী, বায়োস্কোপ ও খাবারের স্টল, ভিআর অভিজ্ঞতা, আর্কেড গেমস ও পিএসফাইভে ব্যবস্থা থাকবে।

এছাড়া শিশুদের জন্য থাকবে বিনামূল্যে ফেস পেন্টিং, ক্ল্যাসিক ও আধুনিক স্টলে ভ্রমণ, বিনামূল্যে উপহারসহ নানা চমক। জনপ্রতি ১৫০০ টাকা খরচে যে কেউ এ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।